ঝঁকির মধ্যে পড়বে অনেকে ॥ মার্কিন দূতাবাস জেরুসালেমে সরানোর কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন ট্রাম্প’
৩ মে, পার্সটুডে : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল আবিবের আমেরিকার দূতাবাস অধিকৃত ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেমে সরিয়ে নেয়ার কথা গুরুত্বের সঙ্গে ভাবছেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এ কথা জানিয়েছেন। গতকাল ইহুদিবাদী ইসরাইলের কথিত স্বাধীনতা দিবসে হোয়াইট হাউজে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ট্রাম্প মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার কথা ভাবছেন। অবশ্য এ নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, ফিলিস্তিন এবং ইসরাইল সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ব্যক্তিগত ভাবে প্রতিশ্রুতিবন্ধ। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের প্রধান মাহমুদ আব্বাসের হোয়াইট হাউজ সফরের মাত্র একদিন আগে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনি প্রচারণার সময় ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজয়ী হলে তিনি তেল আবিব থেকে মার্কিন দূতাবাস বায়তুল মুকাদ্দাসে স্থানান্তর করবেন। এদিকে আমেরিকার দূতাবাস সরিয়ে নেয়ার বিরোধিতা করেছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্রদেশগুলো।