শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

ইসলামী ব্যাংক নারায়ণগঞ্জ শাখার প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নারায়ণগঞ্জ শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) কেন্দ্রপ্রধানদের প্রশিক্ষণ কর্মসূচি গতকাল বুধবার নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মো. আব্দুল হামিদ মিঞা প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রুরাল ডেভেলপমেন্ট ডিভিশন প্রধান মো: ওবায়দুল হক। সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান ড. এম. কামাল উদ্দিন জসিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো: ফারুক হোসেন ও ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও নারায়ণগঞ্জ শাখাপ্রধান মো: ইব্রাহিম ভূঁঞা বক্তব্য রাখেন। কেন্দ্রপ্রধানদের মধ্যে বক্তব্য রাখেন তাছলিমা বেগম, পারভীন সুলতানা, আমেনা বেগম, শামীমা ইসলাম, মিতু আক্তার আছিয়া ও আসমা প্রমুখ। ব্যাংকের নির্বাহীবৃন্দ ও নারায়ণগঞ্জ শাখা পল্লী উন্নয়ন প্রকল্পের ১০টি এরিয়ার ১৩২টি কেন্দ্রের কেন্দ্রপ্রধান ও শাখার নির্বাচিত আরডিএস সদস্যগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ