সংসদ অধিবেশন শুরু ॥ চলবে ৯ মে পর্যন্ত

সংসদ রিপোর্টার: দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। আগামী ৯ মে পর্যন্ত এই অধিবেশন চলবে।
অধিবেশনকে ঘিরে সংসদ ভবন এলাকায় কঠোর নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলা হয়। সকাল থেকেই চারপাশে অবস্থান নেয় বিপুল সংখ্যক র্যাব ও পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সংসদ ভবনে প্রবেশ নিয়েও ছিলো কঠোর কড়াকড়ি।
সংসদ সচিবালয় জানায়, অধিবেশন শুরুর আগে অনুষ্ঠিত সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এই অধিবেশন আগামী ৯ মে পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে প্রয়োজনে এ সময়সীমা স্পিকার বাড়াতে বা কমাতে পারবেন। প্রতিদিন বিকেল ৫ টায় অধিবেশন শুরু হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, শিল্প মন্ত্রী আমির হোসেন আমু, ডেপুটি স্পিকার মো. ফজুলে রাব্বী মিয়া, আইনমন্ত্রী আনিসুল হক, শেখ ফজলুল করিম সেলিম, বিমান মন্ত্রী রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ এবং মইন উদ্দীন খান বাদল।
এদিকে অধিবেশনের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ অধিবেশন পরিচালনার জন্য ৫ সদস্যের সভাপতিমন্ডলির নাম ঘোষণা করা হয়। তারা হলেন- মো. তাজুল ইসলাম, তালুকদার মো. ইউনুস, মো. নজরুল ইসলাম চৌধুরী, ফখরুল ইমাম এবং সপুরা বেগম।
পরে শোক প্রস্তাব উত্থাপন করা হয়।
জাতীয় সংসদে নেয়া শোক প্রস্তাবে উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন- সাবেক প্রতিমন্ত্রী মো. নূরুল হুদা, সাবেক এমপি কর্ণেল (অব.) এ এ মারুফ সাকলান, ধীরেন্দ্র নাথ সাহা, আলহাজ কে এম আবদুল খালেক চন্টু, কাজী মো. আনোয়ার হোসেন, এহসান আলী খান, আহসান আহমেদ। এছাড়া সঙ্গীত শিল্পী লাকি আখন্দ, চলচ্চিত্রাভিনেতা মিজু আহমেদ, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী মাহফুজুল বারী, সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, ভাষা সৈনিক খাজা জহিরুল হক, ডেইলী সানের সম্পাদক আমির হোসেনসহ বিশিষ্ট ব্যাক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। শোক প্রস্তাবে নিহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করেছে। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনাও জ্ঞাপন করা হয়।