শনিবার ০২ ডিসেম্বর ২০২৩
Online Edition

স ম য়ে র ছ ড়া

গরুর গোশত
জাকির আজাদ

গরুর গোশ্তে বাজার গরম
কেজি পাঁচশ’ কুড়ি
গরু নয় রে ক্রেতার গলায়
দিচ্ছে যেনো ছুরি!

সাধ্যে হতাশ মানুষগুলো
বাজার বাজার ঘুরি
স্বাদ মিটাতে আনছে কিনে
গরুর নাড়িভুঁড়ি।

অনলাইন আপডেট

আর্কাইভ