বরিশালে হেরাররশ্মির বৈশাখী আয়োজন

‘পরিচ্ছন্ন সংস্কৃতির আলোক ছটায় ঘুঁচবেই অমানিশা’ এই শ্লোগানের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৪কে বরণ করেছে বরিশালের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী। শুক্রবার সকাল ৯টায় নগরীর আল ফারুক একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল ফারুক একাডেমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, বিশেষ অতিথি ছিলেন ইসলামী ব্যাংক পটুয়াখালী শাখার ব্যবস্থাপক মো. নুরুজ্জামান, বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন, দৈনিক প্রথম সকালের নির্বাহী সম্পাদক সাজ্জাদুল হক, বিশিষ্ট লেখক ও গবেষক সৈয়দ ওয়ালিদুর রহমান, মাহমুদ ইউসুফ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক সাঈদ মাহফুজ। সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারি পরিচালক শহীদুল্লাহ হাদী ও সাইফী শিশু কিশোরের প্রাণবন্ত উপস্থিতি ও মনোমুগ্ধকর কোরাস সংগীতের সুর মুর্ছনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠান স্থল। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ছড়া, গল্প, ও গান প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে বরিশাল সংস্কৃতিকেন্দ্রের পক্ষ থেকে ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ। -আযাদ আলাউদ্দীন