সংসদ বসছে আগামী ২ মে
স্টাফ রিপোর্টার: চলমান দশম জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশন আগামী ২ মে থেকে শুরু হচ্ছে। ওইদিন বিকেল ৫টায় সংসদের অধিবেশন শুরু হবে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন। তবে অধিবেশন কতদিন চলবে তা জানানো হয়নি। অধিবেশন শুরুর দিন বিকেল ৪টায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হবে।
সংসদ সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংসদের পঞ্চদশ এই অধিবেশনটি স্বল্পকালীন হবে। মূলত নিয়ম রক্ষার জন্যই এই অধিবেশন আহ্বান করা হয়েছে। পরের মাসেই (জুনে) দীর্ঘকালীন বাজেট অধিবেশন শুরু হবে। এর আগে সংসদের চতুর্দশ অধিবেশন ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে।