সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র মানববন্ধন কর্মসূচি পালিত
বগুড়া অফিস : সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতৃবৃন্দ বলেছেন, বর্তমান সরকারের আট বছরের শাসনামলে একের পর এক প্রিন্ট, ইলেক্ট্রনিক, অনলাইন মিডিয়া বন্ধ করে দিয়ে শত শত সাংবাদিককে বেকার করা হয়েছে। তাদের পুনর্বাসন না করে নতুন করে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার লাইসেন্স দেয়ার পাঁয়তারা করা হচ্ছে। এটা কাদের স্বার্থে করা হচ্ছে এটা সাংবাদিক সমাজের প্রশ্ন। নেতৃবৃন্দ আরো বলেন, চার বছর অতিক্রান্ত হলেও সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকা-ের বিচার করা হয়নি। শুধু তাই নয় ঢাকায় সাংবাদিক ফরহাদ খাঁ হত্যাকা-, সিরাজগঞ্জের সাংবাদিক শিমুল হত্যাকা-সহ আরো অনেক সাংবাদিক ক্ষমতাসীনদের হাতে নির্যাতন-নিপীড়নের শিকার হলেও কোনো অপকর্মের বিচার করা হচ্ছে না। পাশাপাশি বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সাংবাদিকদের জীবন যাত্রায় নাভিশ্বাস অবস্থা বিরাজ করলেও নবম ওয়েজবোর্ড বাস্তবায়নে কালক্ষেপন করছে বর্তমান সরকার। এ অবস্থা চলতে পারে না। অনতিবিলম্বে বন্ধ মিডিয়া চালু, সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যাকা-ের বিচার নিশ্চিতকরণসহ নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করতে হবে, নতুবা অধিকার আদায়ের দাবিতে সাংবাদিক সমাজ রাজপথের আন্দোলন চলমান রাখতে বাধ্য হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সাংবাদিক ইউনিয়ন বগুড়ার মানববন্ধন কর্মসূচিতে নেতৃবৃন্দ উপরোক্ত বক্তব্য রাখেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলারের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টায় বগুড়া প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহকারি মহাসচিব মীর্জা সেলিম রেজা, বগুড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি খন্দকার আব্দুর রহিম হিরু, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, ইনছান আলী শেখ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম সম্পাদক মাহফুজ মন্ডল, কোষাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, দফতর সম্পাদক ইউনুস আলী, নির্বাহী সদস্য এসএম আবু সাইদ, বগুড়া প্রেস ক্লাবের পাঠাগার সম্পাদক জাফর আহম্মেদ মিলন, দৈনিক মানব জমিন বগুড়া জেলা প্রতিনিধি প্রতিক ওমর, ডেইলি নিউনেশন পত্রিকার জেলা প্রতিনিধি ফেরদৌসুর রহমান, এনটিভি বগুড়ার বুরো ক্যামেরা পার্সন এমদাদ হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা সভাপতি আবু মূসা, মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান সাজু, নন্দিগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি জুলফিকার আলী ভুট্টো, কাহালু প্রেস ক্লাবের সাবেক সভাপতি আব্দুল কাদের। এছাড়াও মানববন্ধনে স্থানীয় ও জাতীয় পত্রিকার অনেক সাংবাদিক উপস্থিত ছিলেন।