সেমিফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকল শাহিন আসমায়ে

চট্টগ্রাম অফিস : বুধবার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট মানাং মার্সিয়াংদির বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জিতেছে শাহিন আসমায়ে। এই জয়ের মধ্যদিয়ে সেমি-ফাইনালে ওঠার দৌড়ে টিকে থাকল আফগানিস্তানের লিগ চ্যাম্পিয়ন শাহিন আসমায়ে। দলটি শিরোপাধারী চট্টগ্রাম আবাহনীর কাছে একই ব্যবধানে হেরে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ শুরু করেছিল। এই প্রথম হারের স্বাদ পেলো মানাং মার্সিয়াংদি। প্রথম ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-০ ব্যবধানে হারিয়েছিল তারা। অধিনায়ক অনিল গুরুংয়ের হেড ক্রসবারে লাগলে প্রথমার্ধে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগটি নষ্ট হয় নেপালের দলটির। ৩৬তম মিনিটে ডি বক্সের ওপর থেকে জোরালো শটে শাহিন আসমায়েকে এগিয়ে নেন শরিফি। ৬৫তম মিনিটে কোনাকুণি শটে দূরের পোস্ট দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন শরিফি। সাত মিনিট পর বদলি খেলোয়াড় বিমল বাসনেট স্কোরলাইন ২-১ করেন। ৭৪তম মিনিটে পেনাল্টি থেকে লক্ষ্যভেদ করে হ্যাটট্রিকের আনন্দে মাতেন অধিনায়ক। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের দ্বিতীয় আসরে এটাই প্রথম হ্যাটট্রিক। অধিনায়কের মতোই দলকে টানলেন আমিরউদ্দিন শরিফি। এই ফরোয়ার্ডের হ্যাটট্রিক দারুণ জয় তুলে নিয়ে আফগানিস্তানের লিগ চ্যাম্পিয়ন শাহিন আসমায়ে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে রেফারিং ও দুর্ভাগ্যকে দুষলেন মারসিয়াংদির কোচ চিরিং লোপসাং। তিনি বলেন, লাইনম্যান দেখেও আমাদের পক্ষে একটি ফাউল দেন। পাশাপাশি আমাদের নেওয়া একটি নিশ্চিত গোলের শট বারে লেগে প্রতিহত হয়। এটি হলে আমরা এগিয়ে যেতে পারতাম। অন্যদিকে নিজ দলের ফুটবলারদের প্রশংসায় ঝরিয়েছেন শাহীন আসমায়ীর কোচ বয়র ইজামবেরডিয়েভ। তিনি বলেন, ‘আমার যা প্রত্যাশা ছিল ছেলেরা তা মাঠে দেখাতে পেরেছে। আমি আমার দলের পারফরম্যান্স নিয়ে খুব খুশী।