ঢাকা, শুক্রবার 24 March 2023, ১০ চৈত্র ১৪২৯, ১ রমযান ১৪৪৪ হিজরী
Online Edition

মোহাম্মদপুরে বস্তিতে ভয়াবহ আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বাঁশবাড়ি বস্তিতে ভয়াবহ আগ্নিকাকাণ্ডে কমপক্ষে ১৫০টি ঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টা ২৫ মিনিটে বস্তিতে আগুন লাগে। ভোর ৫টা ২৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এই আগ্নিকাণ্ডে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সদর দপ্তরে কর্তব্যরত কর্মকর্তারা জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর গণমাধ্যমকে জানান, সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর বাঁশবাড়ি বস্তিতে আগুন লাগার খবর পায় মোহাম্মদপুর থানা পুলিশ। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, এ আগুনে ১৫০ থেকে ২০০-এর মতো ঘর পুড়ে গেছে।ওসি জানান, বস্তির ঘরগুলো অনেক ছোট-ছোট এবং বিভিন্নভাবে তৈরি করা। তাই আসলে কতটি ঘর পুড়েছে, এর সঠিক হিসাব এখনো স্পষ্ট করে বলা যাচ্ছে না।

 

আগুনের ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, জানতে চাইলে ওসি বলেন, এখন পর্যন্ত তাঁর কাছে কোনো ব্যক্তি নিখোঁজ বা আহত হওয়ার তথ্য আসেনি।

অনলাইন আপডেট

আর্কাইভ