শপথ নিলেন সিইসি ও চার নির্বাচন কমিশনার

স্টাফ রিপোর্টার : নব নিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা ও চার নির্বাচন কমিশনার শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা গতকাল বুধবার বিকেল ৩টার দিকে তাদের শপথ বাক্য পাঠ করান। পরে তারা শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথ শেষে প্রধান বিচারপতির চা চক্রে অংশ নিয়ে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন।
প্রধান বিচারপতি প্রথমে সিইসি কে এম নুরুল হুদাকে শপথ পাঠ করান। এরপর কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও শাহাদাৎ হোসেন চৌধুরী শপথ নেন।
সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি ও শপথ নেয়া নির্বাচন কমিশেেনর সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।
গত ৬ ফেব্রুুয়ারি সাবেক সচিব কে এম নুরুল হুদাকে সিইসি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। এছাড়া সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরীকে সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়। ওইদিন রাত সাড়ে নয়টায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সাংবাদিক সম্মেলনে সিইসি ও চার কমিশনার নিয়োগের কথা জানান। তিনি বলেন, রাষ্ট্রপতি তাদের নিয়োগ চূড়ান্ত করেছেন। পরে রাতেই প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এর আগে নতুন নির্বাচন কমিশনে নিয়োগে গঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ও সাবেক সচিব খান মোহাম্মদ নূরুল হুদার নাম প্রস্তাব করে। এ ছাড়া কমিশনার হিসেবে সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষক ড. জারিনা রহমান খান, সাবেক সচিব মো. রফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, রাজশাহীর সাবেক জেলা ও দায়রা জজ বেগম কবিতা খানম, পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য মো. আবদুল মান্নান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.)শাহাদাৎ হোসেন চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর প্রো-ভিসি ড. নাজমুল আহসান কলিমুল্লাহর নাম প্রস্তাব করা হয়। এদের মধ্য থেকে রাষ্ট্রপতি পাঁচজনকে নিয়োগ দেন।