শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

সৈয়দপুরে জমি দখলে বাধা দেয়ায় কুপিয়ে জখম

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে পল্লীতে শুক্রবার সকালে জমি দখলে বাধা দেয়ায় এক পরিবারের সদস্যদের কুপিয়ে যখম করা হয়েছে। আহত ব্যক্তিরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগছ কিশামত পাড়া গ্রামের প্রভাবশালী ব্যক্তি আজিজুল ইসলাম পাকা বাড়ি নির্মাণ করে নিজস্ব জায়গায়। বাড়ির পেছনে যাওয়ার জন্য যে দরজা রাখা হয়েছে সেখান থেকে বের হওয়ার জন্য তার নিজস্ব কোন জমি নেই। পার্শ্ববর্তী জমিতে সিড়ি নির্মাণ করতে চাইলে জমির মালিক রেয়াজ উদ্দিন বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আজিজুল ইসলাম ও তার ছেলে মমিনুল ওরফে সাগর দেশীয় অস্ত্র দা, লোহার রড, চাকু নিয়ে রেয়াজুল ইসলামের উপর চড়াও হয়। এতে রেয়াজের ডান হাতে ও মুখে যখম করা হয়। তাকে বাঁচাতে এগিয়ে আসে স্ত্রী আয়েতুন, তার ছেলে রাহাদ, ছেলের বউ মৌসুমি। তাদেরকেও যখম করা হয়। এতে আয়েতুনের ঘাড়ে, রাহাদের পেটের ডান পাশে কোপানো হয়। রাহাদের ভাই ওয়াসিমের বউ মৌসুমীকে মারধর করে গলার চেন ছিনিয়ে নেয়া হয় এবং শরীরের কাপড় খুলে নেয়া হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 

অনলাইন আপডেট

আর্কাইভ