শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারালো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার : নারী বিশ্বকাপ বাছাইপর্বের সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী দল। কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ১৪৫ রানের সহজ লক্ষ্যটা ১০.৫ ওভার হাতে রেখেই টপকে গেছেন রুমানা আহমেদরা। ওপেনিং জুটিতে ৪০ রান তুলে ভালো শুরু এনে দেন শারমিন সুলতানা (২২) ও অর্ধশতক হাঁকানো শারমিন আক্তার (৫২)। দুর্ভাগ্যজনকভাবে রানআউটের ফাঁদে পড়েন সানজিদা ইসলাম (২)। অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে দাপুটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ফারজানা হক ও রুমানা আহমেদ। ফারজানা ৩৪ ও রুমানা ২৪ রানে অপরাজিত থাকেন। উইকেট দু’টি নেন দুই আইরিশ লেগস্পিনার কায়ারা মেটকালফে ও গ্যাবি লুইস। এর আগে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক রুমানা। রুমানা-জাহানারাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭ বল বাকি থাকতেই সবকটি উইকেটের ১৪৪ রান করে আয়ারল্যান্ড। দলীয় ৬২ রানে চার উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে আইরিশ টিম। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে বড় পুঁজি তুলতে ব্যর্থ হয় তারা। ক্লেয়ার শিলিংটন ও অধিনায়ক লরা ডিলানি দু’জনই সর্বোচ্চ ৩৭ রান করেন। ওপেনার মেগ কেন্ডালের ব্যাট থেকে আসে ১৬। ইসোবেল জয়েস ২৪ রান ও ম্যারি ওয়াল্ড্রন ১১ রান করে আউট হ। আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। সর্বোচ্চ তিনটি উইকেট দখল করেন জানাহারা আলম। দু’টি করে নেন পান্না ঘোষ, রুমানা আহমেদ ও খাদিজাতুল কুবরা। বাকি উইকেটটি সালমা খাতুনের। সুপার সিক্সের শীর্ষ দুই দল ২১ ফেব্রুয়ারির ফাইনালে লড়বে। আগামীকাল কলম্বোয় বাংলাদেশ ভারতের বিরুদ্ধে লড়বে।

অনলাইন আপডেট

আর্কাইভ