আগামী দিনে বিশ্বব্যাংকের ঋণ আসবে কি না ভেবে দেখতে হবে -ওবায়দুল কাদের
স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাংক কেন বাংলাদেশকে অপমান করলো তার জবাব না দিলে আগামী দিনে বাংলাদেশের কোনো প্রকল্পে বিশ্বব্যাংকের কোনো অনুদান (ঋণ) আসবে কি না ভেবে দেখতে হবে।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর শাহবাগের গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত ‘ট্যানারিশিল্প স্থানান্তর- পরিবেশ সংরক্ষণ ও জাতীয় উন্নয়ন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এসব কথা বলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। প্রবন্ধের ওপর আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি নাসরিন আহমাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, ওয়াসার চেয়ারম্যান প্রকৌশলী হাবিবুর রহমান, অধ্যাপক এমরান কবির চৌধুরী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।
সম্প্রতি কানাডার একটি আদালত পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্রের একটি অভিযোগ সংক্রান্ত মামলার রায় দেন। রায়ে কানাডার পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের তিন কর্মকর্তাকে খালাস দেওয়া হয়। ওই তিনজনের বিরুদ্ধে পদ্মা সেতুর নির্মাণ কাজের ঠিকাদারি পেতে বাংলাদেশ সরকারের কয়েকজন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছিল।
রায়ের পর থেকেই ক্ষমতাসীন দলের নেতারা বিশ্বব্যাংকের বিরুদ্ধে সরব হন। সংসদেও বিশ্বব্যাংককে বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ক্ষমা চাওয়ার দাবি করেন মন্ত্রী-সংসদ সদস্যরা।