লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীরের মায়ের ইন্তিকাল নেতৃবৃন্দের শোক
লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এম রুহুল আমিন ভূঁইয়ার মা মনোয়ারা বেগম ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। গত মঙ্গলবার রাতে ঢাকায় নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০০ বছর। তিনি ২ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান। লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা এলাকায় নিজ বাড়ীতে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য লেয়াকত আলী ভূঁইয়া, জেলা জামায়াতের নায়েব আমী মাষ্টার হোছাইন অহম্মদ ভূঁয়া, সেক্রেটারী মাওলানা মফিজুল ইসলাম, সহকারী সেক্রেটারী এ আর হাফিজ উল্যাহ, ফারুক হোছাইন মু. নুরনবী প্রমুখ।