প্রধান নির্বাহীকে বিসিসিআইয়ের দায়িত্ব নেয়ার আদেশ
প্রকাশিত: মঙ্গলবার ২৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট সংস্করণ
একের পর এক নতুন মোড় নিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাহী রাহুল জোহরিকে ভারপ্রাপ্ত বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব নিতে বলেছেন দেশটির সুপ্রিম কোর্ট। অবশ্য এই দায়িত্ব গ্রহণ সাময়িক। বোর্ড পরিচালনা কমিটি গঠনের আগ পর্যন্ত এই গুরু দায়িত্ব পালন করবেন জোহরি। এই কমিটি গঠন করার কথা ২৪ জানুয়ারি। এই দিনই বিসিসিআইয়ের লোধা প্যানেল সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা।
এদিকে গত ২ জানুয়ারি সুপ্রিম কোর্টের আদেশেই সরিয়ে দেওয়া হয় সভাপতি অনুরাগ ঠাকুরকে। একইভাবে সচিব অজয় শিরকেকেও সরানোর আদেশ দেওয়া হয়। ইন্টারনেট