টেস্টে সেরা ব্যাটসম্যান লাথাম বোলার বোল্ট
প্রকাশিত: মঙ্গলবার ২৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট সংস্করণ
স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ-নিউজিল্যান্ড দুই ম্যাচ টেস্ট সিরিজ শেষ হয়েছে গতকাল। এই সিরিজ ২-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর আগে তিন ম্যাচ ওয়ানডে ও তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিলো টাইগাররা। টেস্ট সিরিজে সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান নিউজিল্যান্ডের টম লাথাম। তার ৩০২ রান। ২৮৪ রান সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। অন্যদিকে, ১২টি উইকেট নিয়ে সেরা উইকেটশিকারি বোলার কিউই পেসার ট্রেন্ট বোল্ট। আর ১১টি উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন নিউজিল্যান্ডের টিম সাউদি।