চকরিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া শুরু
প্রকাশিত: মঙ্গলবার ২৪ জানুয়ারি ২০১৭ | প্রিন্ট সংস্করণ
চকরিয়া সংবাদদাতা : চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ে ৫ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বিদ্যালয় মাঠে শুরু হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সিরাজ আহমদের সভাপতিত্বে প্রতিযোাগিতার উদ্বোধন করেন কক্সবাজার জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য জাহেদুল ইসলাম লিটু। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মিলন কান্তি দে’র সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদুল হক।