এনায়েতপুরে অগ্নিদগ্ধ হয়ে বয়োবৃদ্ধের মৃত্যু
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা : সিরাজগঞ্জের এনায়েতপুরে অগ্নিদগ্ধ হয়ে এরশাদ আলী (৭৬) মারা গেছে। তিনি বেতিল খামারগ্রাম মহল্লার মৃত শফি মিয়ার ছেলে। এরশাদের স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়ে রয়েছে। স্থানীয় প্রতিবেশি আতাউর রহমান আতা জানান, সোমবার বয়োবৃদ্ধ এরশাদ আলী শীত নিবারনে আগুনের তাপ নেয়ার সময় অসাবধানতা বসত তার পরিধেয় বস্ত্রে আগুন লোগে মাথা, গলা, হাত ও পা পুড়ে যায়। এসময় তার আত্মচিৎকারে প্রতিবেশীরা স্থানীয় পল্লী চিকিৎসকের সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিলে বিকেলের দিকে তিনি মরা যায়। এরশাদ আলী প্রায় এক মাস ধরে প্যারালাইসডে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় মানবেতর জীবন যাপন করে আসছিল।