চুয়াডাঙ্গা সীমান্তে দুই ভারতীয় নাগরিক ফেরৎ
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আন্তর্জাতিক জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক শ্রী বাবন ঘোষ (২২) ও শ্রী রজত বিশ্বাস (২১)কে বিজিবি-বি এসএফ এর কাছে ফেরত দিয়েছে। গতকাল বুধবার দুপুর ২টার দিকে সীমান্তের ৭৬ নং মেইন পিলারের কাছে দু’দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয়। ফেরৎকৃত শ্রী বাবন ঘোষ ভারতের নদীয়া জেলার কেষ্টগঞ্জ থানার মথুরাপুর গ্রামের মায়া ঘোষের ছেলে ও শ্রী রজত বিশ্বাস একই থানার গোবিন্দপুর গ্রামের রবীন্দ্রনাথ বিশ্বাসের ছেলে।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার তফাজ্জেল হোসেন, দর্শনা ইমিগ্রেশন কর্মকর্তা শেখ মাহাবুবুর রহমান ও এসআই খাইরুল ইসলামসহ ১০ জন এবং ভারতের পক্ষে গেদে বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর দীপক কুমার ও ইমিগ্রেশন কর্মকর্তা তরুন বিশ্বাসসহ ১২ জন।
দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার তফাজ্জেল হোসেন জানান, গত ২০১৫ সালের ২৮ ডিসেম্বর সকালে দামুড়হুদা উপজেলার কামারপাড়া সীমান্ত দিয়ে শ্রী বাবন ঘোষ ও শ্রী রজত বিশ্বাস অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় বাড়াদী বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদেরকে আটক করে। ওই দিনই দামুড়হুদা থানা পরে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাদেরকে জেল হাজতে প্রেরন করে। দীর্ঘ ১ বৎসর ২১ দিন কারাভোগের পর আজ বুধবার দুপুরে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি-বিএসএফ এর নিকট ফেরৎ দেয়।
বেনাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন
বেনাপোল সংবাদদাতা : সীমান্ত সুরক্ষায় মাদক অস্ত্র চোরাচালান, জঙ্গি ও অনুপ্রবেশ রোধে বাংলাদেশ ও ভারতের বিজিবি-বিএসএফের সেক্টর পর্যায়ে সমন্বিত (বর্ডার) ম্যানেজমেন্ট এর উপর সীমান্ত সম্মেলন গতকাল বুধবার বেনাপোলে অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দপূর্ণ পরিবেশে সম্মেলনে কলিকাতা সেক্টর বিএসএফের ডিআইজি শ্রী মৃদুল সেনোয়াল বাংলাদেশী জনগণের উপর গুলী চালাবে না বলে আশ্বস্ত করেছেন। দু’দেশের ৪০ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ গ্রহণ করেন-
ভারত থেকে আগত কলিকাতা সেক্টর বিএসএফের ডিআইজি শ্রী মৃদৃল সেনোয়াল এর নের্তৃত্বে ২০ সদস্যের প্রতিনিধিদলকে এদিন সকালে বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। পরে বিজিবি দল বিএসএফের ডিআইজিকে গার্ড অব অনার পরিদর্শন করেন। অনুষ্ঠানটি উপভোগ করেন প্রশাসন সহ স্থানীয়রা। এসময় উপস্তিত ছিলেন খুলনা সেক্টর কমান্ডার কর্নেল ইকবাল হোসেন, যশোর যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে:কর্নেল জাহাঙ্গীর হোসেন, ২১বিজিবি সিও আরিফুর রহমান, আর আইবির সিও লে: কর্নেল খবির হোসেন ও খুলনা বিজিবির স্টাফ অফিসার অতিরিক্ত পরিচালক (অপারেশন) নজরুল ইসলাম প্রমুখ। ইয়াবা পাচার রোধসহ অস্ত্র মাদক চোরাচালান ও জঙ্গি অনুপ্রবেশ দু’দেশের সীমান্তের সম্পদ ক্ষতিরোধে সীমান্ত রক্ষিরা এক সাথে কাজ করবে বলে জানান যশোর বিজিবির অধিনায়ক লে: কর্নেল জাহাঙ্গীর হোসেন।