সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমীনের জানাযা আজ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশের ষোড়শ প্রধান বিচারপতি এম এম রুহুল আমীনের জানাযা হবে আজ। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বেলা ১১ টায় এই জানাযা অনুষ্ঠিত হবে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জানাযার পর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের সব বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।
এদিকে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার সাব্বির ফয়েজ সাংবাদিকদের জানিয়েছেন, আজ রাতে (বুধবার) বিচারপতি এম এম রুহুল আমিনের লাশ সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় পৌঁছবে। এরপর তার লাশ রাখা হবে হিমঘরে।
গত মঙ্গলবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে ব্যারিস্টার রাশেদ আহমেদ সুমন ও ব্যারিস্টার এম আশরাফ আলী সুজনকে রেখে গেছেন।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি রুহুল আমীনের ওপেন হার্ট সার্জারি হয়েছিল। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় দ্বিতীয়বার অস্ত্রোপচারের চেষ্টা হলেও বাঁচানো যায়নি।
২০০৮ সালের ১ জুন দায়িত্ব নেন দেশের ১৬ তম প্রধান বিচারপতি হিসেবে এম এম রুহুল আমীন শপথ নেন। অবসরে যান ২০০৯ সালের ২২ ডিসেম্বর।
জরুরি অবস্থার সরকারের শেষের ছয় মাস দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দেন তিনি। এর কয়েকদিন ছয় মাস পরেই দায়িত্ব নেয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার।
বিচারপতি এমএম রুহুল আমীনের জন্ম ১৯৪২ সালের ২৩ ডিসেম্বর, লক্ষ্মীপুর জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৩ সালে ইতিহাসে মাস্টার্স এবং ১৯৬৬ সালে এলএলবি করে পরের বছর তিনি জুডিশিয়াল সার্ভিসে যোগ দেন। ১৯৮৪ সালে জেলা ও দায়রা জজ হন। দীর্ঘদিন জেলা ও দায়রা আদালতে দায়িত্ব পালনের পর ১৯৯৪ সালের ১০ ফেব্রুয়ারি অস্থায়ী বিচারপতি হিসেবে হাইকোর্টে নিয়োগ পান বিচারপতি রুহুল আমীন। দুই বছরের পর তাকে স্থায়ী করা হয়। তাকে আপিল বিভাগে নিয়োগ দেয়া হয় ২০০৩ সালের ১৩ জুলাই। ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।