আমি বাবা হতে চাই, সন্তান প্রতিপালন করতে চাই: কর্ণ জোহর

অনলাইন ডেস্ক: আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক স্বীকারোক্তির পর এবার নিজের জীবন নিয়ে তিনি কী ভাবছেন সেবিষয়ে মুখ খুললেন কর্ণ জোহর।
কর্ণ নিজে মুখে বলেছেন, তিনি ভালবাসা দিতে চান, সন্তান প্রতিপালন করতে চান, কোনও না কোনওদিন সন্তানের বাবা হতে চান। আর এই প্রয়োজনীয়তা হালে সবচেয়ে বেশি উপলব্ধি করছেন কর্ণ, কারণ, ভালবাসা ভাগ করে নেওয়ার জন্যে একজন একান্ত নিজের মানুষ খুঁজছেন বলিউডের এই বিখ্যাত পরিচালক-প্রযোজক।
পরিচালক জানান, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এর শ্যুটিংয়ের সময় তিনি তাঁর ভেতরের এই গুনের কথা সবচেয়ে বেশি বুঝতে পারেন। এবং এই ছবি তৈরি হয়েছে পাঁচ বছর আগে, কিন্তু এখনও ছবির নায়ক নায়িকা আলিয়া, সিদ্ধার্থ, বরুণরা কী করছেন সেদিকে কড়া নজর রয়েছে তাঁর।
কর্ণের আত্মজীবনীটি তাঁর সঙ্গে লিখেছেন পুনম সাক্সেনা, বইটি প্রকাশ করেছেন শাহরুখ খান। বইতে কর্ণ তাঁর বেড়ে ওঠা, প্রথমে বলিউড ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়া নিয়ে তাঁর মনের ভেতরে থাকা দ্বিধা, সববিষয় নিয়েই খোলাখুলি কথা বলেছেন।