সৌদি আরবে ২৪ ঘন্টায় ব্যবসা সংক্রান্ত ভিসা
আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ - ১৩:২৪ | প্রকাশিত: ১২ জানুয়ারি ২০১৭ - ১২:০৯

অনলাইন ডেস্ক : সৌদি আরব বিদেশী বিনিয়োগকারীদের ২৪ ঘন্টার মধ্যে ভিসা প্রদানের জন্যে একটি নতুন পদ্ধতি চালু করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা উসামা নুগালি বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা সিনহুয়ার।
নতুন এই পদ্ধতিতে বিদেশী বিনিয়োগকারীরা এক দিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে মেশিনের সাহায্যে সৌদি আরবের ভিসা পাচ্ছেন।
ব্যবসায়ী ও ব্যবসায়ী প্রতিনিধি দলের জন্য নতুন এই ভিসার পদ্ধতিটি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। সূত্র: বাসস।