শুক্রবার ০৮ ডিসেম্বর ২০২৩
Online Edition

ভর্তি ফি অতিরিক্ত নেয়ার অভিযোগ-

শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদাদাতাঃ সকালে শাহজাদপুর উপজেলার  পোরজনা এম,এন, উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলী বি,এস,সি’র বিরুদ্ধে ভর্তি ফি অতিরিক্ত নেয়ার অভিযোগে একদল বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে  পি এম, কামরুজ্জামান পলাশের নেতৃত্বে প্রধান শিক্ষকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করার পাশাপাশি প্রধান শিক্ষকের অফিসে ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় প্রধান শিক্ষক অফিস কক্ষে বিক্ষুব্ধ জনতার কাছে অফিস কক্ষে ২ ঘন্টা অবরুদ্ধ থাকে। পরে পোরজনা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাদের বিশ্বাস,শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার, সাব ইন্সপেক্টর আব্দুল জলিল ঘটনাস্থলে পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ব্যাপারে প্রধান শিক্ষক ওয়ারেছ আলী জানান, সরকারি বিধি মোতাবেক ভর্তি ফি নেয়া হচ্ছে। ষড়যন্ত্রমূলকভাবে আমার বিরুদ্ধে মহল বিশেষ ভর্তি ফি কে ইস্যু বানিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতা করার চেষ্টা করছে। বিক্ষুব্দ বহিরাগতরা মিছিল নিয়ে  শ্লোগান দিয়ে ছাত্র-ছাত্রীদের আতঙ্কিত করে। এ ব্যাপারে আন্দোলনকারী  নেতা স্কুলের ঝুলন্ত কমিটির সভাপতি পলাশ জানান, স্কুলের প্রধান শিক্ষক নানা অনিয়ম ও দুর্নীতি করছেন। তবে প্রধান শিক্ষকের কার্যালয়ে হামলা ও ভাংচুরের অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক অবৈধ বিক্ষোভকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ