শিক্ষা অফিসার নিহত ॥ চালক আটক
রাজশাহী অফিস : রাজশাহীর তানোরে ট্রাক চাপায় মাকসুদা একরাম (৪০) নামের সহকারী শিক্ষা অফিসার নিহত হয়েছেন। রোববার বিকেল ৩টার দিকে উপজেলার দেবিপুর মোড়ে রহমান হিমাগারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা একরাম তানোর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত ছিলেন।
এ ঘটনায় আহত হয়েছে আক্কাস আলী নামের প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে চালকসহ ট্রাক আটক করা হয় বলে জানান তানোর থানার ওসি মীর্জা আব্দুস সালাম। তিনি জানান, মাকছুদা বিদ্যালয় পরিদর্শন শেষে চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্কাস আলীর মোটরসাইকেলে চড়ে অফিসে ফিরছিলেন। পথে দেবিপুর মোড়ে তানোর থেকে মু-ুমালাগামী একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল নিয়ে তারা রাস্তার উপর ছিটকে পড়ে। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সহকারী শিক্ষা অফিসার মাকছুদা একরাম। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় বলে জানা গেছে। ওসি বলেন, নিহত মাকসুদা একরামের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। পরে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। এসময় ট্রাকের চালককে আটক করা হয়।