কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামীর মৃত্যু
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক বন্দী শনিবার মারা গেছে। তার নাম মোঃ ওমর আলী (৬২)। সে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার মধ্যসাদী এলাকার রুস্তম আলীর ছেলে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুপার মো. মিজানুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ কারাগারে বন্দী ফাঁসির দ-প্রাপ্ত আসামী ওমর আলী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে কারা হাসপাতালে ও পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলে পাঠালে কর্তব্যরত চিকিৎক ওমর আলীকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো জানান, আড়াইহাজার থানায় দায়ের করা ১৯৯৮ সানের একটি খুনের মামলায় আদালত ২০০৯ সালে ওমর আলীকে ফাঁসির দণ্ড দেন। এ বছরের জুনে তাকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারায়কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসাপাতলের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, ওমর আলীকে মৃতাবস্থায় এ হাসপাতালে আনা হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।