চট্টগ্রামে বাসচাপায় শিশু নিহত
চট্টগ্রাম অফিস : চট্টগ্রামের কোতোয়ালী থানা এলাকায় বাসচাপায় কামরুন নাহার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক বাস চালককে আটক করা হয়েছে। এছাড়া বাসটিও জব্দ করা হয়েছে। নিহত শিশু কর্ণফুলী থানার মইজ্জ্যারটেকের বাসিন্দা ওসমান গণির মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সুত্র জানায়, মায়ের সঙ্গে ডাক্তারের কাছে যাওয়ার জন্য কোতোয়ালী মোড়ে টেম্পো থেকে নেমে রাস্তার পাশে অপেক্ষা করছিল তারা। এসময় লালদীঘি থেকে আগ্রাবাদগামী ৬ নম্বর রুটের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।