গাজীপুরে ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীর মাহফিল শুরু আজ
গাজীপুরের আলোকিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া ও গাজীপুর কেন্দ্রীয় তাফসীর মাহফিল কমিটির যৌথ উদ্যোগে ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আজ রোববার বাদ আসর স্থানীয় শহীদ স্মৃতি স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
আল্লামা মাওলানা ফজলুর রহমান মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে দেওনার পীর আরিফ বিল্লাহ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী (খলীফা এ হাফেজ্জী হুজুর রহঃ) গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
অন্যান্যের মধ্যে তফসির পেশ করবেন বিশ্ব নন্দিত মোফাসেসরে কুরআন আল্লামা নূরুল ইসলাম ওলীপুরী, মুফতি সৈয়দ ফয়জুল করিম কাসেমী, পীর সাহেব চরমোনাই, আল্লামা মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা), আলহাজ্ব মাওলানা মোঃ মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, আলহাজ্ব মাওলানা সফিকুল ইসলাম আল মাদানী, মাওলানা মোঃ ইয়াহইয়া মাহমুদ, মুফতি মোঃ দিলাওয়ার হোসাইন, শায়খুল হাদীস মাওলানা আনোয়ারুল ইসলাম, আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান মিয়াজী, আলহাজ্ব আবদুল হান্নান মিয়া হান্নু প্রমুখ আলেমে দ্বীন। প্রেস বিজ্ঞপ্তি।