বুধবার ২৯ নবেম্বর ২০২৩
Online Edition

জেএসসি-জেডিসির ফল ২৯ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার : চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৯ ডিসেম্বর। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল মঙ্গলবার সাংবাদিকদের একথা জানান। 

তিনি জানান, ফলাফল প্রকাশের দিন সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেয়া হবে। এরপর সাংবাদিক সম্মেলন করে ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে।

গত ১ নবেম্বর শুরু হয়ে এই পরীক্ষা শেষ হয়েছিল ১৭ নবেম্বর। এবার এই দুই পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৩ লাখ ৩ হাজার ৬৯৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় প্রায় সাড়ে ২২ লাখ শিক্ষার্থী।

অনলাইন আপডেট

আর্কাইভ