রবিবার ০২ এপ্রিল ২০২৩
Online Edition

১৫০০ বছর আগের ইঞ্জিল শরিফে মুহাম্মদ সা. এর সংবাদ

তুরস্কে এক যাদুঘরে ১৫শ বছর আগের ইঞ্জিল শরিফ সংরক্ষিত থাকার সংবাদ পাওয়া গেছে। এ ইঞ্জিল শরিফে হযরত ঈসা আ. হযরত মুহাম্মদ সা. এর আগমনের সংবাদ দিয়েছেন। এ সংবাদে সারাবিশ্বে হৈচৈ পড়ে গেছে।

বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীগণ তুরস্কের যাদুঘরে থাকা চামড়ায় স্বর্ণখচিত লেখা এই পুরোনো ইঞ্জিল শরিফ পেতে আগ্রহী হয়ে যাদুঘর কর্তৃপক্ষের কাছে এর কপি প্রদানের আবেদন জানায়। কুদরত ডটকম, আমাদের সময়।

জানা যায়, ইঞ্জিলের এই পুরোনো নুসখাটি স্বর্ণের পানি দিয়ে হাতের লেখায় রচিত। আর এতে ১৪ মিলিয়ন অক্ষর রয়েছে।

সংবাদ মাধ্যমে প্রকাশ, ১৫শ বছর আগের পুরোনো ইঞ্জিল (বাইবেল) শরিফে ইসলামের নবী মুহাম্মদ সা. এর নাম ও তার পরিচয় স্পষ্টভাবে থাকায় খ্রিস্টানরা তাদের পোপ ও ধর্মজাযকদের এই প্রশ্ন করতে শুরু করেছেন, মুহাম্মদ সা. এর পরিচয় পবিত্র ইঞ্জিলে সুস্পষ্টভাবে থাকা সত্ত্বেও তারা কেন তা গোপন করলেন?

মুহাম্মদ সা.কে নবী হিসেবে তারা কেন মেনে নিলেন না?

ব্রিটেনের দৈনিক মেইল জানিয়েছে, এই পুরোনো ইঞ্জিল শরিফে উদ্ধৃত হয়েছে, মুহাম্মদ সা. আল্লাহর প্রেরিত শেষ নবী। হযরত ঈসা আ. মুহাম্মদ সা. এর আগমনের সুসংবাদ দিয়েছেন এই কিতাবে।

বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে কুদরত ডটকম জানায়, ওই ইঞ্জিল শরিফের জায়গায় জায়গায় মুহাম্মদ সা. এর ধর্মকে সত্য ও সঠিক ধর্ম বলা হয়েছে।

তুরস্কের দৈনিক ‘হুরমত’ জানায়, ইস্তাম্বুল শহরের একটি যাদুঘরে ১৫শ’ বছর আগের এ দুর্লভ ইঞ্জিল শরিফটি সংরক্ষিত আছে।

অনলাইন আপডেট

আর্কাইভ