আইসিসি-বাংলাদেশকে শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২৫ লাখ টাকা প্রদান
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিঃ আইসিসি-বাংলাদেশ এর অফিস স্পেস বর্ধিতাংশের জন্য ২৫ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করেছে। গত ১৮ ডিসেম্বর ২০১৬ইং তারিখে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ তৌহিদুর রহমান, আইসিসি-বাংলাদেশ এর সভাপতি মাহবুবুর রহমানের নিকট উক্ত আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর পরিচালক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান এ. কে. আজাদ, ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, পরিচালকবৃন্দ আনোয়ার হোসেন খান, মোহাম্মদ ইউনুছ, মোঃ সানাউল্ল¬াহ সাহিদ, ফকির আখতারুজ্জামান, মোঃ আব্দুল বারেক, ইন্ডিপেনডেন্ট পরিচালক মোশাররফ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহ্জাহান সিরাজ, এম. আখতার হোসেন এবং আব্দুল আজিজ উপস্থিত ছিলেন। প্রেসবিজ্ঞপ্তি।