ট্রাম্পের ধারাবাহিক যোগাযোগে এবার আফগানিস্তান সিঙ্গাপুর ও তাইওয়ান
৩ ডিসেম্বর, জিউ নিউজ উর্দু : হোয়াইট হাউজের দায়িত্ব গ্রহণের আগে বিশ্ব নেতাদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে টেলিফোনে কথা বলার পর আফগানিস্তান, সিঙ্গপুর এবং তাইওয়ানের সঙ্গে কথা বলেছেন তিনি। খবর জিও নিউজ উর্দুর।
ট্রাম্প টিম সূত্র জনান, গত শুক্রবার আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ফোনালাপে উভয়ে সন্ত্রাস বিরোধী শক্তিবৃদ্ধিতে ঐকমত্য পোষণ করেন।
এদিকে, শুক্রবার স্থানীয় সময় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। ট্রাম্পের অন্তর্র্বর্তীকালীন দল জানিয়েছে, ফোনালাপে অর্থনৈতিক, রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক জোরদারের বিষয়ে নজর দেন দুই প্রেসিডেন্ট।
সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লং এর সঙ্গেও কথা বলেছেন তিনি। এর আগে গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়েছে। এসময় পাকিস্তানকে চমৎকার রাষ্ট্র দাবি করে পাকিস্তান ঘুরে যাওয়ার কথা জানান আমেরিকার ১৬তম এই প্রেসিডেন্ট।