শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ঝালকাঠিতে গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত ১৭ স্কুলছাত্রী হাসপাতালে ভর্তি

ঝালকাঠি সংবাদদাতা : গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত হয়ে ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ে ১৭ ছাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। ছাত্রীরা হলেন, ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তার, শারমিন আক্তার, সুমাইয়া আক্তার, ইনতান আক্তার, সানজিদা আক্তার, সপ্তম শ্রেণীর ছাত্রী লিসা আক্তার, সাবিনা আক্তার, সুখি আক্তার, মুনা ইসলাম, লামিয়া আক্তার, শামীমা আক্তার, নবম শ্রেণীর ছাত্রী লিমা আক্তার, ফরিদা আক্তার বৃষ্টি, মহুয়া আক্তার, সুমি আক্তার, তন্নি আক্তার, ও সুলতানা আক্তার লাবনী। ওই স্কুলের শিক্ষক জেসমিন বেগম জানান, প্রথমে ৬ষ্ঠ  শ্রেণীর ছাত্রী খাদিজা আক্তারের মাথা ঘুরিয়ে ও বমি বমি ভাব অনুভাব করে অচেতন হয়ে পরে। এর পরে আস্তে আস্তে ওই বিদ্যালয়ের ১৭ ছাত্রী অচেতন হয়। এদের  ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখর হালাদার জানান, আমি স্কুলে যাবার পথে ছাত্রীদের অসুস্থতার কথা শুনে দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ে পৌঁছি। বিদ্যালয়ে গিয়ে বিস্তারিত জেনে ছাত্রীদের নিয়ে হাসপাতালে আসি। চিকিৎসা চলছে, আশা করি তাড়াতাড়ি সুস্থ্য হয়ে উঠবে। সদর হাসপাতালের  আবাসিক মেডিকেল অফিসার ডাঃ গোলাম ফরহাদ বলেন, মাস্ক সাইকোজেনিক ইমলেস (গণহিস্ট্রেরিয়া) রোগে আক্রান্ত হয়েছে। এ রোগের প্রথম লক্ষন হলো শরীরে অস্থিরতা অনুভব করে শ্বাসকষ্ট, খিচুনি, বমি বমি ভাব শুরু হয়ে অচেতন হয়ে পড়া। হাসপাতালে নিয়ে আসার পরে চিকিৎসা দেয়া হয়েছে। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। একজন ছাত্রীর শুরু হলে অন্য ছাত্রীরা আতঙ্কে আক্রান্ত হয় বলেও মন্তব্য করেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ