নিজ ভান্ডারিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান পালিত
ভান্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের ভান্ডারিয়ায় ৬৭নং নিজ ভান্ডারিয়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর বিদায় অনুষ্ঠান পালিত হয়েছে। গতকাল বৃহাস্পতিবার সকালে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক আব্দুল রাজ্জাকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার মোঃ ইউসুফ আলী, ফারজানা আফরোজ, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য মোঃ শহিদ জোমাদ্দার, মোঃ গিয়াস উদ্দিন লিটন অওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল হালিম বিজয় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি মোঃ সামসুল ইসলাম আমিরুল প্রমুখ। উল্লেখ্য উপজেলার ৯৯ বছরের পুরানো ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৯১ জন শিক্ষার্থী সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করবেন।