খুলনায় ওয়ালটনের কাভার্ড ভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত
খুলনা অফিস : খুলনা মহানগরীতে ওয়ালটনের কাভার্ড ভ্যানের ধাক্কায় রাবিয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার রাত পৌণে ১০টার দিকে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ড ভ্যান জব্দ ও চালক ফারুক হোসেনকে আটক করেছে পুলিশ। সোনাডাঙ্গা মডেল থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মৃত মোকছেদ খানের স্ত্রী রাবিয়া বেগম নগরীর মজিদ স্মরণীস্থ আল আকসা জামে মসজিদ গলির সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে ছুটে আসা কাভার্ড ভ্যানটি তাকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। স্থানীয়রা রাবিয়াকে উদ্ধার করে খুমেক হাসপতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ অভিযান চালিয়ে সোনাডাঙ্গা বাস টার্মিনাল এলাকা থেকে কাভার্ড ভ্যানটি জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে আসে।