দেশে অশান্তির কারণ রাসূল (সা.)-এর আদর্শ থেকে সরে যাওয়া
দেশে আজ যে অশান্তি বিরাজ করছে তা আমাদের নিজেদের কামাই। আমরা রাসূল (সা.) এর আদর্শ থেকে সরে যাওয়ার কারণেই এই অস্থিরতা এবং হত্যা ও রাহাজানি চলছে। আমাদের উচিত আল কুরআন ও রাসূলের আদর্শে ফিরে আসা। আল্লাহ বলেছেন, রাসূলের চরিত্রে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান মিরসরাই দরবার শরিফের পীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন হযরত মাওলানা আবদুল মোমেন নাছেরী। আদর্শ গ্রাম মাটিরাঙ্গা খাগড়াছড়িতে গত ১৪ নবেম্বর অনুষ্ঠিত বিশাল ইসলামী জলসায় প্রধান বক্তার আলোচনায় তিনি এ কথা বলেন। আদর্শ গ্রাম আনোয়ারা বেগম ইসলামী মাদরাসা কমিটির সভাপতি হাজী মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বায়তুল মোকাররম জাতীয় মসজিদের প্রধান মুয়াজ্জিন আলহাজ্ব মাওলানা ক্বারী হাবিবুর রহমান মেশকাত, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী মাওলানা মো. লুৎফর রহমান, হাফেজ মো. হারুন অর রশিদ ও মাওলানা মো. আবদুল মতিন। এতে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা পৌর মেয়র মো. শামসুল হক। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রকৌশলী ড. মোকশেদ আলম মনজু। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত কারীরা কেরাত ও দেশের বিশিষ্ট শিল্পীরা ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। মধ্যরাত পর্যন্ত এই ইসলামী জলসায় হাজার হাজার ধর্মপ্রাণ নারী পুরুষ যোগদান করেন।
কুরআনের আলোচনায় আবদুল মোমেন নাছেরী বলেন, ইসলাম শান্তির ধর্ম। আর রাসূল (সা.) হলেন সেই শান্তির দূত। আল্লাহ সেই জাহিলিয়াতের যুগে রাসূল (সা.)কে প্রেরণ করে শান্তি ফিরিয়ে দেন। তিনি বলেন, আজ আমরা মুসলিমরা কুরআন ও রাসূলের আদর্শ থেকে অনেক দূর সরে গিয়েছি। আর তাই দেশে ও বিশ্বে মুসলিমরা এত নির্যাতিত হচ্ছে। রাসূল (সা.) বলেন, বাস্তব কুরআন। মাহফিল শেষে দেশ ও জাতির উন্নতি কামনা করে দোয়া করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।