জেএসসি পরীক্ষা মেঘনার ১টি কেন্দ্রে দেখাদেখি লেখালেখি ॥ কেন্দ্র সচিবের জন্য কসমেটিক্স
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় গতকাল বুধবার জেএসসি পরীক্ষার বাংলা ২য়পত্রে ভেন্যু কেন্দ্রে কেন্দ্র সচিবকে কসমেটিক্স উপহার প্রদানের অভিযোগ পাওয়া যায়। এই কেন্দ্রে অধিকাংশ পরীক্ষার্থী একে অপরের সহযোগিতায় দেখাদেখি লেখালেখির প্রচুর অভিযোগ পাওয়া গেছে। কেন্দ্রটি হলো মুজাফ্ফর আলী স্কুল এন্ড কলেজ, এখানে কেন্দ্র সচিব হলেন খন্দকার আবদুর রউফ। পরীক্ষা চলাকালে বেলা পৌনে ১১টায় তার জন্য পলিথিনের ব্যাগ ভর্তি কসমেটিক্স পাঠানো হয় বাহির থেকে যা গেইটের নিরাপত্তা প্রহরি পৌছিয়ে দেন কেন্দ্র সচিবের অফিস কক্ষে। এ বিষয়ে বক্তব্য জানতে তার মোবাইল ফোনে বেশ কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি। বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী অফিসার শাহিন আক্তার সুমী কেন্দ্রটি পরিদর্শনে গেটে যাওয়ার সাথে সাথে প্রতিটি কক্ষে হৈচৈ পরে যায় ইউএনও মেডাম এসেগেছে। সবাই নিশ্চুপ তবে ১৫ মিনিটের মধ্যে ইউএনও চলে গেলে সবাই পূর্বাবস্থায় ফিরে যায়। এই কেন্দ্রে ৩টি স্কুলের ৩১৩জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। উপজেলা সদর মানিকারচরে দেখা যায় নকল মুক্ত ভিন্নরুপ। এখানে কেন্দ্র সচিব আব্দুল্লাহ্ আলম মামুন জানান, প্রতিটি কেন্দ্রে শিক্ষক পরিবর্তন করে পরীক্ষা নেওয়া হচ্ছে। এখানে মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দৌলত হোসেন উচ্চ বিদ্যালয় সহ মেঘনা উপজেলায় সর্বমোট ১১শ ৭১ জন পরীক্ষার্থী রয়েছে বলে শিক্ষা অফিস সূত্রে জানা গেছে।