অশোভন আচরণের দায়ে শাস্তি পেলেন মরিনহো
অনলাইন ডেস্ক: মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুইবার অশোভন আচরণের দায়ে টাচলাইন থেকে বহিষ্কার করা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হোসে মরিনহোকে। ফুটবল এসোসিয়েশন গতকাল এই শাস্তি আরোপ করেছে।
শনিবার বার্নলির বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পরে পর্তুগীজ কোচ রাগ প্রশমন করতে পারেননি। এ সময় তাকে স্ট্যান্ডে পাঠিয়ে দিলে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের সাথে অশোভন আচরণসহ বিতন্ডায় জড়িয়ে পড়েন। ম্যাচ অফিসিয়ালের প্রতি কোন ধরনের আক্রমণাত্মক বা অপমানজনক বাক্য ব্যবহার করেছেন কিনা মরিনহো বিষয়টি খতিয়ে দেখছে এফএ। আগামী শুক্রবার পর্যন্ত এই অভিযোগের বিরুদ্ধে কথা বলার সুযোগ রয়েছে।
গত বৃহস্পতিবার চির প্রতিদ্বন্দ্বী লিভারপুলের সাথে গোলশুন্য ড্র করার পরে রেফারী এন্থনি টেইলরের সাথে খারাপ আচরণ করেছিলেন মরিনহো। চেলসির সাথে দুইবারের মেয়াদে ও স্পেন ও ইতালিতে প্রায়ই এই ধরনের অভিযোগের সম্মুখীন হতে হয়েছে মরিনহোকে। সে কারণে এটি তার জন্য নতুন কিছু নয়।-বাসস