বুধবার ৩০ সেপ্টেম্বর ২০২০
Online Edition

সিলেট আলীয়া ময়দানে প্রখ্যাত আলেম মাওলানা আব্দুল মালিক চৌধুরীর জানাযায় জনতার ঢল

সিলেট ব্যুরো : প্রখর রৌদ্র উপেক্ষা করে হাজার হাজার মুসল্লী, আলেম-উলামা, বিভিন্ন শ্রেণী পেশার বিপুল সংখ্যক জনতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরীর জানাযা। গতকাল মঙ্গলবার বাদ জোহর বেলা ২টায় নগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে উক্ত জানাযা সম্পন্ন হয়। জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ বলেন- আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সভাপতি, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস আব্দুল মালিক চৌধুরী আজীবন কুরআনের সমাজ বিনির্মাণে কাজ করে গেছেন। তাঁর ইন্তেকালে সিলেটবাসী একজন সর্বজন শ্রদ্ধেয় আলেমকে হারালো যা সহজে পূরণ হবার নয়।
আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সেক্রেটারি হাফিজ মিফতাহুদ্দীন এর পরিচালনায় অনুষ্ঠিত জানাযাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- আঞ্জুমানে খেদমতে কুরআনের সাবেক সভাপতি অধ্যাপক ফজলুর রহমান, সাবেক সেক্রেটারি হাফিজ আব্দুল হাই হারুন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাবিবুর রহমান, মরহুমের বড় ছেলে তাহির আহমদ চৌধুরী। জানাযায় ইমামতি করেন বিশিষ্ট আলেমে দ্বীন সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী। জানাযায় সিলেটের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্য থেকে উপস্থিত ছিলেন- বিশিষ্ট আলেমে দ্বীন হযরতা মাওলানা ইসহাক আল-মাদানী, হযরত মাওলানা আব্দুল সালাম আল মাদানী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এডভোকেট মাওলানা আব্দুর রকিব চৌধুরী, কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারী জমিরুদ্দীন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল মতিন শাহবাগী, আলীয়া মাদারাসার সাবেক মুহাদ্দিস মাওলানা জিল্লুর রহমান চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ লে: কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব প্রমুখ।
এছাড়া জানাযায় সিলেটের আলেম-উলামা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক-ছাত্র সমাজের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার হাজার হাজার মানুষ অংশ নেন। জানাযা শেষে মাওলানা আব্দুল মালিক চৌধুরীকে নগরীর নয়সড়ক সংলগ্ন হযরত মানিক পীর (র.) কবরস্থানে দাফন করা হয়।
সিলেট জামায়াতের শোক : প্রখ্যাত আলেমে দ্বীন সিলেট সরকারি আলীয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস ও আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি আব্দুল মালিক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সিলেটের জামায়াত নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ও সিলেট বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, সিলেট সিটি আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মোঃ ফখরুল ইসলাম, ভারপ্রাপ্ত সেক্রেটারি শাহজাহান আলী, সিলেট জেলা দক্ষিণের আমীর ও মরহুমের ছাত্র মাওলানা হাবিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সেক্রেটারি মাওলানা লোকমান আহমদ, সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান, নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
আঞ্জুমানে খেদমতে কুরআন এর শোক : আঞ্জুমানে খেদমতে কুরআন এর প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন সিলেট সরকারি আলীয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদীস আল্লামা আব্দুল মালিক চৌধুরীর ইন্তেকালে শোক প্রকাশ ও রূহের মাগফেরাত কামনা করে বিবৃতি দিয়েছেন আঞ্জুমানের সহ-সভাপতি মাওলানা মিসবাহুল ইসলাম চৌধুরী ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ।
নেতৃবৃন্দ এক শোক বিবৃতিতে বলেন, এ অঞ্চলে কুরআন ও হাদীসের খেদমতে মাওলানা আব্দুল মালিক চৌধুরী যে অবদান রেখেছেন তা অতুলনীয়। মহান রাব্বুল আলামীন তাঁর খালিছ দ্বীনি খেদমতকে কবুল করুন এবং এর অছিলায় পরকালে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন। একই সাথে তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতিও নেতৃবৃন্দ গভীর সমবেদনা জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ