দ্বিতীয় দিনের মত চলছে স্মার্ট কার্ড বিতরণ
অনলাইন ডেস্ক: দ্বিতীয় দিনের মত রাজধানীর দুই সিটি করপোরেশনের চারটি ওয়ার্ডের নাগরিকদের দেয়া হচ্ছে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড।
মঙ্গলবার সকাল দশটার দিকে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে দক্ষিণ সিটির ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের ভোটারদের মাঝে কার্ড বিতরণ শুরু করে কমিশনের কর্মীরা। কার্ডের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায় নাগরিকদের।
অপেক্ষার পর প্রথম বারের মত এ ধরণের কার্ড পেয়ে আনন্দের কমতি ছিল না তাদের। ১০ অক্টোবর পর্যন্ত সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র থেকে এই তিন ওয়ার্ডের ভোটাররা কার্ড সংগ্রহ করতে পারবেন।
এছাড়া, আজ উত্তর সিটির ১ নম্বর ওয়ার্ডের ভোটারদেরও দেয়া হচ্ছে এই কার্ড।
দেশের প্রায় ১০ কোটি ভোটারের মধ্যে মোটামুটি ৯ কোটির হাতে লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র রয়েছে। তাদের সেই পুরনো পরিচয়পত্র ফিরিয়ে নিয়ে ২০১৭ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সব নাগরিকের হাতে স্মার্টকার্ড বিতরণ করবে ইসি।
প্রসঙ্গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিজের কার্ড গ্রহণ করে এই কার্যক্রমের উদ্বোধন করেন। সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে এই বিতরণ কার্যক্রম শুরু হয়।
সূত্র: সময় টিভি