যুদ্ধ এবং দারিদ্রের কারণে বিশ্বে ৫০ লাখ শিশু বাস্তুচ্যূত হয়েছে: ইউনিসেফ

অনলাইন ডেস্ক: জাতিসংঘের শিশু অধিকার এবং আন্তর্জাতিক ত্রাণ সংস্থা ইউনিসেফ (United Nations International Children's Emergency Fund) বলেছে, যুদ্ধ এবং দারিদ্রের কারণে বিশ্বেও ৫০ লক্ষ শিশু বাস্তুচ্যূত হতে বাধ্য হয়।
এর মধ্যে প্রায় ২৮ মিলিয়ন শিশু যুদ্ধ ও সংঘাতের কারণে গৃহহীন হয়। প্রায় একই সংখ্যক শিশু ভালো জীবনের আশায় ঘর ছাড়ে বলে জাতিসংঘের এক রিপোর্টে উঠে এসেছে।
ইউনিসেফের ‘বাস্তুচ্যূতি: উদ্বাস্তু এবং অভিবাসী শিশুদের জন্য এক ক্রমবর্ধমান সংকট’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে।
রিপোর্টে বলা হয়, বিশ্বের বেশির ভাগ উদ্বাস্তু শিশুই এসেছে যুদ্ধ-বিধ্বস্ত দেশ সিরিয়া এবং আফগানিস্তান থেকে।
এতে আরো বলা হয়, গত ১০ বছওে উদ্বাস্তু শিশুর সংখ্যা চার মিলিয়ন থেকে বেড়ে ৮ দশমিক ২ মিলিয়নে উন্নিত হয়েছে।
এর মধ্যে প্রায় ২৮ মিলিয়ন শিশু নিরাপদ আশ্রয়ের সন্ধানে নিজেদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়।
রিপোর্টে উদ্বাস্তু শিশুদেরকে পৃথিবীর মধ্যে সবচেয়ে অসহায় মানুষ উল্লেখ করে সতর্ক করা হয় যে, সরকার সমূহ যদি এবং ব্যাপারে পদক্ষেপ না নেয়, তাহলে এই সংখ্যা ক্রমান্বয়ে আরো বাড়তে থাকবে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত রির্পোটে বলা হয়, ২০১৫ সালের মোট জনসংখ্যার এক তৃতীয়াংশ শিশু এবং অভিবাসীদের অর্ধেকই শিশু।
ইউনিসেফের পরিচাল ক বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে- বিশ্বের এসব শিশুরা ভাসমান শিশু হওয়ায় তাদের শিশু হিসেবে গন্য করা হচ্ছে না। তাদের নিরাপত্তা জরুরি। তাদের পড়াশুনার মত প্রাথমিক সেবাগুলো পাওয়া উচিত।
রির্পোট অনুযায়ী, বিশ্বে ১০ মিলিয়ন শিশু উদ্বাস্তু এবং এক মিলিয়ন শিশু শরণার্থী যাদের একনো কোন র্নিদিষ্ট পরিচয় নেই।
এছাড়া ১৭ মিলিয়ন শিশু গৃহযুদ্ধের কারণে তাদের দেশের সীমানা অবস্থান করছে।
এসব ভাসমান শিশুর ৪৫ শতাংশ মূলত দুই দেশ-সিরিয়া এবং আফগানিস্তান থেকে এসেছে বলে রির্পোটে বলা হয়েছে।
এসব শিশুরা নিসঙ্গভাবে বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে ২০১৫ সালে এক লাখ শিশু বিশ্বের ৭৮টি দেশে আশ্রয়ের জন্য আবেদন করেছে বলে রির্পোটে দেখা গেছে।
এছাড়া আরো ২০ মিলিয়ন শিশু অভিবাসী যারা দারিদ্রতা ও সহিংসতার কারণে বাস্তুচ্যূত হয়েছে।
সূত্র: আলজাজিরা
ডি.স/আ.হু