ঢাকা, রোববার 28 May 2023, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩০, ৭ জিলক্বদ ১৪৪৪ হিজরী
Online Edition

মেক্সিকোতে হেলিকপ্টার ভূপাতিত, নিহত ৪

অনলাইন ডেস্ক: মেক্সিকোতে পুলিশের একটি হেলিকপ্টার ভূপাতিত করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা ও হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন। তবে এ ঘটনায় এক পুলিশ অফিসারকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর রয়টার্সের।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে বলে বুধবার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।

দেশটির মিচোয়াকান অঙ্গরাজ্যের গভর্নর সিলভানো অ্যাউরিয়োলিস এক টুইট বার্তায় জানান, আপাদজিগান অঞ্চলে সন্ত্রাসী ধরতে অভিযান পরিচালনা করার সময় হেলিকপ্ট‍ারটি বিতর্কিত ভূমির আকাশ সীমায় প্রবেশ করলে তা ভূপাতিত করা হয়।

দীর্ঘদিন থেকেই মিচোয়াকানে মাদকসন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘাত চলে আসছে।

অনলাইন আপডেট

আর্কাইভ