বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
অনলাইন ডেস্ক: রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে বনানীর রোড নম্বর ১১/১২ নম্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রমেন দাঙ্গা (৪২) ও কোহিনুর আলম (৩৫)। নিহতদের একজন নিরাপত্তাকর্মী ও অন্যজন বাইসাইকেল চালক বলে জানা গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহেদুরজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, সকালে বনানীর রোড় নম্বর ১১/১২ নম্বর এলাকায় দ্রুতগতির একটি প্রাইভেটকার ওই দুই ব্যক্তিকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে পৃথক হাসপাতালে নিলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
প্রাইভেটকারসহ চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।