এ বছর ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষা হবে না
প্রকাশিত: ২১ জুন ২০১৬ - ১০:০৫
অনলাইন ডেস্ক:প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, এ বছর থেকেই পঞ্চম শ্রেণীতে প্রাথমিক সমাপনী পরীক্ষা (পিএসসি) হবে না।
গত রাতে বেসরকারী একটি টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাত্কারে মন্ত্রী বলেন, এবার যেহেতু অষ্টম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার আওতায় এলো। অর্থাত্ প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণী পর্যন্ত সম্প্রসারিত হলো। তাই দুটো সমাপনী পরীক্ষা না নিয়ে আমরা একটা সমাপনী পরীক্ষা নেবো। সেটা অষ্টম শ্রেণী শেষ হওয়ার পর। এ বছর থেকেই তা কার্যকর হবে।