৫৫ দিন পর দেশে ফিরলেন জাতীয় বীর কাটার মাস্টার মুস্তাফিজ
অনলাইন ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) মাতিয়ে দলকে শিরোপা জিতিয়ে দেশে ফিরলেন মুস্তাফিজুর রহমান। সোমবার রাত পৌনে ১১টায় তাকে বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
মুস্তাফিজকে অভিনন্দন জানাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে বিমানবন্দরে উপস্থিত হন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়া বিমানবন্দরে তার মামা ও মামি উপস্থিত ছিলেন। তার মামা গণমাধ্যমকে জানান, আগামীকাল সকালেই সাতক্ষীরা যাবেন মুস্তাফিজ।
দীর্ঘ ৫৫ দিন পর দেশে ফিরলেন কাটার মাস্টার খ্যাত বাঁ-হাতি এ ফাস্ট বোলার।
আগেরদিনই রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে হারিয়ে সানরাইজার্স হায়দারাবাদকে আইপিএল নবম আসরের শিরোপা উপহার দেন মুস্তাফিজুর অ্যান্ড কোং। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন এ নবীন।
মুস্তাফিজ এবারের আসরে ১৬ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৭ উইকেট। উইকেট প্রাপ্তির পাশাপাশি আলোচনায় ছিলেন রান দেয়ায় বেশ কিপটেমি করে। বল করেছেন ৬১ ওভার। মোট রান দিয়েছেন ৪২১। তার ইকোনমি রেট ৬.৯০; যা কিনা এবারের আসরে সবচেয়ে কম।
শুরু থেকেই হায়দরাবাদের প্রতি ম্যাচেই মুস্তাফিজ ছিলেন তুরুপের তাস। দেখিয়েছেন তার নৈপূণ্য। তবে টানা ১৫ ম্যাচ খেলার পর দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ছিলেন না মুস্তাফিজ। ইনজুরির কারণে ছিলেন মাঠের বাইরে। তবে দল জিতে উঠে এসেছিল ফাইনালে।
আগামী শুক্রবারই সাসেক্সের হয়ে খেলতে ইংল্যান্ড যাত্রা করবেন মুস্তাফিজ। এর আগে মঙ্গলবার যাচ্ছেন সাতক্ষীরা গ্রামের বাড়ি।
তবে বিসিবি প্রধান মনে করেন, মুস্তাফিজের উপর দিয়ে ইতোমধে একটা বিরাট ধকল গেছে। শারীরিক ফিটনেস ঠিক রাখার জন্য তার বিশ্রাম দরকার। সে কারণে মুস্তাফিজ যদি এক সপ্তাহ বিশ্রাম চায় তাহলে তাকে ছুটি দেয়া হবে। সেকারণে ইংল্যান্ডের কাউন্টি খেলা নাও হতে পারে মুস্তাফিজের।
ডি.স/আ.হু