ঢাকা, মঙ্গলবার 21 March 2023, ৭ চৈত্র ১৪২৯, ২৮ শাবান ১৪৪৪ হিজরী
Online Edition

‘ও’ লেভেল পরীক্ষায় ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফল

প্রতি বছরের ন্যায় এ বছরও  জুন ২০১৫ সেশনে ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর ছাত্র-ছাত্রীবৃন্দ ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট সেকেন্ডারী এডুকেশন (আইজিসিএসই) অর্থাৎ ‘ও’ লেভেল পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। এই স্কুলের শিক্ষার্থী  মোঃ হাফিজুর রহমান খান ৫টি বিষয়ের ৫টিতে  অ* ; আবদুল্লাহ আল জাবির ও সালমান আলম ৫টি বিষয়ের ৪টিতে অ* ও ১টিতে অ; তালহা জুবায়ের সিদ্দিকী আল কুরাইশী ৩টি বিষয়ের ১টিতে অ* ও ২টিতে অ; আল হায়দার মোহাম্মদ ইব্রাহিম ২টি বিষয়ের  ২টিতে-ই অ* গ্রেড অর্জন করে। এছাড়াও রোজেন আহমেদ পঙ্কজ, তাবিনা আহমেদ, মুজাহিদুল ইসলাম জাবির, বুশরা রহমান কৃতিত্বের সাথে সকল বিষয়ে উত্তীর্ণ হয়েছে।

তাদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ওইওঝঈ-এর ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং প্রতিষ্ঠানের ম্যানেজিং ও একাডেমিক কমিটির পক্ষ থেকে ভূয়সী প্রশংসা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি তাদের সুন্দর ভবিষ্যত জীবনের জন্য সার্বিক কল্যাণ কামনা ও দোয়া করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ