রবিবার ১৯ মে ২০২৪
Online Edition

চলে গেলেন আমিনুল হক মনি

স্পোর্টস রিপোর্টার : বিশিষ্ট ক্রীড়া সংগঠক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্থায়ী সদস্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিনুল হক মনি আর নেই। গত রোববার রাত সোয়া ১১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। গতকাল সোমবার দুপুরে মোহামেডান স্পোর্টিং ক্লাবে ও বাদ জোহর টিকাটুলি জামে মসজিদে জানাযা শেষে আজিমপুর নতুন কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। ক্রীড়াঙ্গনে ছোটকাল থেকেই বিচরণ হলেও তিনি ১৯৯১-৯৬ মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ২০০৯ থেকে ২০১২ সালে বিসিবির পরিচালকের দায়িত্ব পালন করার পাশাপাশি ছিলেন ক্রিকেট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান। এ ছাড়াও বাংলাদেশ দাবা, জুডো-কারাতে ও টেবিল টেনিস ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের দায়িত্ব অত্যন্ত সফলভাবে পালন করেন। মোহামেডান স্পোটিং ক্লাবের সাবেক ভাইস-প্রেসিডেন্ট আমিনুল হক বিভিন্ন ক্রীড়া সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। চিরকুমার, মৃদুভাষী ও প্রচারবিমুখ এই মানুষটি গত বেশ কয়েক মাস যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। এপ্রিল মাসের শুরুতে হৃদরোগে আক্রান্ত হলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে তাকে ভর্তি করা হয়। বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, দাবা ফেডারেশন, মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েশন, বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, মহিলা ক্রীড়া সংস্থা, গোপীবাগ ফ্রেন্ডস ক্লাবের সভাপতি সামসুল ইসলাম বাবু, সম্মিলিত ক্রীড়া পরিবার ও সেভ দ্য স্পোর্টস।

অনলাইন আপডেট

আর্কাইভ