বগুরার বিভিন্ন স্থানে শিবিরের মিছিল, সড়ক অবরোধ

বাংলাদেশ জামায়াতে ইসলামির সহকারি সেক্রেটারি জেনারেল এ.টি. এম.আজাহারুল ইসলামের হত্যার সরকারি ষড়যন্ত্রের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং আটক সকল নেতৃবৃন্দের মুক্তির দাবিতে বগুড়া শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে বুধবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখা।
বুধবার সকাল ৭.৩০ মিনিটে মিছিলটি গোহাইল রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে খান্দার বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল উত্তর সমাবেশে বগুড়া শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিম বলেন, প্রহশনের এই রায় দেশের মানুষ ঘৃর্ণা ভরে প্রত্যাখান করেছে। অনতিবিলম্বে এই অবৈদ্ধ রায় প্রত্যাহার করে এ.টি. এম আজাহারুল ইসলাম কে মুক্তি দিতে হবে অন্যথায় ছাত্র জনতাকে সাথে নিয়ে দুর্বার গণ আন্দোলনের মাধ্যমে এর সমচিত জবাব দেওয়া হবে।
এছাড়াও সকাল ৮.০০টায় চার মাথায়, ঢাকা নওগা রোডে, সকাল ৮.৩০ মিনিটে কলোনিতে শেরপুর রোডে এবং ১০.০০ টায় সাবগ্রাম স্টান্ডে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।