পাকিস্তানে বিমান হামলায় নিহত ২৩
সংগ্রাম/অনলাইন
পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের দত্তখেল এলাকায় বিমান হামলায় অন্ততপক্ষে ২৩ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার পাকিস্তান সামরিক বাহিনীর জঙ্গি বিমান এসব হামলা পরিচালনা করেছে বলে জানিয়েছে দ্য ডন।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, দত্তখেলের মাদাখেল, লাতাকা ও বাসিখেল এলাকায় জঙ্গিদের অন্ততপক্ষে ছয়টি আস্তানা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এসব আস্তানা লক্ষ করেই হামলাগুলো চালানো হয়।
উজবেক জঙ্গিরা এসব আস্তানা ব্যবহার করতো বলে জানিয়েছে সূত্রগুলো। হামলায় জঙ্গিদের এক প্রধান কমান্ডার নিহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরও (আইএসপিআর) সংবাদটি নিশ্চিত করেছে।
আইএসপিআর’র বিবৃতিতে বলা হয়েছে, “আজ (শুক্রবার) সন্ধ্যায় উত্তর দত্তখেল এলাকায় বিমান হামলায় কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডারসহ ২৩ সন্ত্রাসী নিহত হয়েছেন।”
আফগান সীমান্ত সংলগ্ন পাকিস্তানের যে সাতটি আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল উপজাতীয় আইনে শাসিত হয় উত্তর ওয়াজিরিস্তান তাদের অন্যতম।
এই এলাকাগুলো পাকিস্তান ও আফগানিস্তান, উভয়দেশে হামলা পরিচালনা করা তালেবান ও আল কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর ঘাঁটি হিসেবে পরিচিত।