মঙ্গলবার ০৫ ডিসেম্বর ২০২৩
Online Edition

রামগড়ে ইউপিডিএফ কর্তৃক চালক-হেলপারসহ ৩ বাঙালি অপহৃত 

খাগড়াছড়ি সংবাদদাতা: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে চাঁদার দাবিতে বনবীথি ও মধুপুর এলাকা থেকে দু’টি কাভার্ড ভ্যান ও দুটি পিকআপ গাড়ির ৩ চালক-হেলপারকে অপহরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সোমবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত্রে এ অপহরণের ঘটনা ঘটনায় আঞ্চলিক বিচ্ছিন্নতাবাদ সন্ত্রাসী প্রসীত বিকাশ খীসার মূলদল। স্থানীয় সূত্রে জানা যায়, এ সড়কে চলাচলরত যানবাহন থেকে প্রতিনিয়ত চাঁদা আদায় করে আসছে সন্ত্রাসী গ্রুপটি। মোটা অংকের চাঁদা দিতে ব্যর্থ হলে মারধর, গাড়িতে আগুন এবং অপহরণের ঘটনা সংঘটিত করে। বিগত কয়েক বছরে ১৭টি যানবাহনে চাঁদার জন্য আগুন দিয়েছে এবং মোট ৯ জনকে অপহরণ করেছে। এর মধ্যে ৬ জন মুক্তিপণ দিয়ে ফেরত এসেছে বাকিদের কোন সন্ধান পাওয়া যায়নি। এ সড়কে প্রায়শই, চাঁদাবাজি, অপহরণ এবং নাশকতামূলক ঘটনা ঘটলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব সহকারে দেখেনি বলে অভিযোগ করেন, মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।  উক্ত এলাকায় সেনা ক্যাম্প না থাকায় অপহৃতদের উদ্ধারে বিশেষ তৎপরতা নেই। বিজিবি ও পুলিশের যৌথ দল উদ্ধার অভিযান চালালেও আশানুরূপ কিছু নেই। স্থানীয় অধিবাসীরা উক্ত এলাকায় পাহাড়ি-বাঙ্গালিদের নিরাপত্তা নিশ্চিতে সেনাক্যাম্প মোতায়েনের দাবি জানিয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ