গাজীপুর মহানগরে নতুন পুলিশ কমিশনার মাহবুব আলম

সংগ্রাম অনলাইন ডেস্ক:আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মাহাবুব আলমকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) কমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার।
গাজীপুরের বর্তমান কমিশনার মোল্যা নজরুল ইসলামকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি পদে বদলি করা হয়েছে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের আগে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন মাহাবুব আলম।
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে তাদের নিয়োগ-বদলির প্রজ্ঞাপন হয়।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন হয়ে যাওয়ার এক সপ্তাহের মধ্যে রাজধানী লাগোয়া এই নগরীর পুলিশ প্রধান বদল হল।
গত ২৫ মে অনুষ্ঠিত ওই নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন। জায়েদার ছেলে জাহাঙ্গীর আলম গতবার আওয়ামী লীগের প্রার্থী হয়ে ভোটে জিতে মেয়র হয়েছিলেন।